Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আপনার জিজ্ঞাসা

প্রশ্নঃ মোবাইল কোর্ট কি?
উত্তরঃমোবাইল কোর্ট হচ্ছে মন্ত্রিপরিষদবিভাগের নির্দেশনা মোবাবেক একজন নির্বাহীম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিতভ্রাম্যমান আদালত যা কয়েকটি আইন ও অধ্যাদেশেরবলে অপরাধীকে তাৎক্ষণিক ভাবেজরিমানা ও কারাদন্ড প্রদান করে থাকে।
প্রশ্নঃ ডিটেন্যু এবং নিরাপদ হেফাজতিদের সাথে আত্নীয়-স্বজনদের সাক্ষাৎ করতে হলে তাদের কি করতে হয়?
উত্তরঃডিটেন্যুদেরসাথে আত্নীয়-স্বজনদের সাক্ষাৎ করতে হলে তাদেরকে জেলাম্যাজিস্ট্রেট বরাবরআবেদন করতে হয় এবং জেলা ম্যাজিস্ট্রেট বিচার বিশ্লেষণকরে অনুমোদন প্রদানকরেন।
প্রশ্নঃ কোন কয়েদী মারা গেলে তাদের সুরতহাল কে করে থাকেন?
উত্তরঃ কোন কয়েদী মারা গেলে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের সুরতহাল করে থাকেন।
প্রশ্নঃকোনকয়েদীর জমি বিক্রি কিংবা ব্যাংক হতে টাকা উত্তোলনের জন্য দলিলে বাচেকেস্বাক্ষর প্রদানের জন্য কার অনুমতির প্রয়োজন হয় এবং কিভাবে অনুমতিপেয়েথাকে?
উত্তরঃ কোন কয়েদীর জমি বিক্রি কিংবা ব্যাংক হতে টাকাউত্তোলনেরজন্য দলিলে বা চেকে স্বাক্ষর প্রদানের জন্য জেলা ম্যাজিস্ট্রেটবরাবর আবেদনদাখিল করতে হয়। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনক্রমে কার্যকরীব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্ট জেল সুপার, জেলা রেজিস্ট্রার, সাবরেজিস্ট্রার বরাবরআবেদন পত্র প্রেরণ করা হয়।
প্রশ্নঃ কোন ব্যক্তি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে তাদের কোথায় এবং কিভাবে আবেদন করতে হয়?
উত্তরঃকোনব্যক্তি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে সরকার নির্ধারিত ফরমেচাহিততথ্যাদি পূরণপূর্বক জেলা প্রশাসক বরাবর আবেদন পত্র দাখিল করতে হয়।
প্রশ্নঃ একজন ব্যক্তি সর্বোচ্চ কয়টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারে?
উত্তরঃ ১টি শর্ট ব্যারেল ও ১টি লং ব্যারেল।
প্রশ্নঃ ব্যক্তিগতভাবে কোন ধরণের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারে?
উত্তরঃ ব্যক্তিগতভাবে ১টি শর্ট ব্যারেল ও ১টি লং ব্যারেল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারে।
প্রশ্নঃ প্রতিষ্ঠান কোন ধরণের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারে?
উত্তরঃ প্রতিষ্ঠান লং ব্যারেলের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারে।
প্রশ্নঃ কোন ধরণের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয়।
উত্তরঃ পিস্তল, রাইফেল ও রিভলবার।
প্রশ্নঃ কোন ধরণের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয় না।
উত্তরঃ শটগান (এক নলা/ দু’নলা বন্দুক) এর লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয় না